বাবুই পাখি
এখন শুরু হয়েছে বৈশাখ মাস। কাল বৈশাখীর মৌসুম শুরু হওয়ায় বসে নেই মাদারীপুরের বাবুই পাখিরা। মাদারীপুরের ডাসার থানার পূর্ব মাইজপাড়া গ্রামের উঁচু উঁচু তালগাছে এখন পুরোদমে ব্যস্ত সময় পার করছে শত শত বাবুই পাখি। ঝড় তুফানের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য পুরনো বাসা মেরামতের পাশাপাশি তৈরী করছে নতুন নতুন বাসা।
প্রতি বছর এই মৌসুমে পূর্ব মাইজপাড়া গ্রামের এক পায়ে দাঁড়িয়ে থাকা তালগাছগুলোতে বাসা বাঁধে বাবুই পাখিরা। গ্রামের কেউ এই পাখিগুলোর কোন ক্ষতি করে না বরং কাজের ফাঁকে অবসর পেলে এই পাখিগুলোর কিচির মিচির ডাকাডাকি শুনতে ভিড় করে। পাখিগুলোও সবাইকে সারাক্ষণ কিচির মিচির শব্দে মাতিয়ে রাখে।
স্থানীয়রা জানালেন শুধু গ্রামের সৌন্দর্য বৃদ্ধিই নয় বাবুই পাখি মাঠে থাকা ফসলের পোকা মাকড় খেয়ে উপকার করছে কৃষকদের।
স্থানীয় এলাকাবাসীদের মাঝে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। আগে কেউ কেউ বাবুই পাখি শিকার করলেও এখন আর সেটা হয় না বললেই চলে।